আব্দুর রাজ্জাক।
বগুড়া সোনাতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নের্তৃত্বে এসআই ইয়ামিন আলী সঙ্গীয় ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন। ১৪ সেপ্টেম্বর দুপুর ২.৩০ ঘটিকার সময় সোনাতলা উপজেলাধীন বালুয়াহাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা সময় ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ভাঁটকোল এলাকার মরজেম আলীর ছেলে জাহিদ হোসেন (২৫) ও মুদারপুরের বজলুর রশিদের ছেলে ইমরান হোসেন (২৭)।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গ্রেফতাকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।
Leave a Reply