আব্দুর রাজ্জাক।
বগুড়ার সোনাতলা পৌর এলাকার কলাগাছি পাড়া গ্রামের ১২ বছর বয়সের হালিমা নামে এক স্কুল পড়ুয়া মেয়ে হারিয়েছে। এবিষয়ে সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় (কলাগাছীপাড়া) গ্রামের খয়রত জামান বেপারীর ছেলে হায়দার আলী বেপারী মেয়ের বাবা সোনাতলা থানায় সাথারণ ডায়েরী করেন। জিডি সুত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর-২১ তারিখে সকাল ১১ টার দিকে নিজ গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রাইভেড পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। বিকাল পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উক্ত শিক্ষকের কাছে খোজ নিয়ে জানতে পারে সেখানে সে পড়তে যাইনি। পরে পরিবারের লোকজন সকল আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল যায়গায় খোজা খুজি করে না পাওয়ায় গত ৭ সেপ্টেম্বর-২১ তারিখে মেয়ের বাবা হায়দার থানায় একটি হারিয়া যাওয়া মর্মে সাধারণ ডায়েরী করেন। হারানো মেয়েটির বর্ননাঃ নাম হালিমা খাতুন (১২), গায়ের রং শ্যাম বর্ণের, লম্বায় ৪ফিট ৬ ইঞ্চি, পড়নে জাম কালারের বোরকা এবং কালো রংঙ্গের স্কুল ব্যাগ ছিল। এব্যপারে দিন মজুর মেয়ের বাবা হায়দার আলী জানান, হারিয়ে যাওয়া মেয়েটির কোন স্ব-হৃদয়নবান ব্যক্তি সন্ধান পান তবে সোনাতলা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি। সোনাতলা থানার জিডি নাম্বার ২৮২, তারিখঃ৭ সেপ্টেম্বর ২০২১।
Leave a Reply