ইউসুফ মুন্সী, স্টাফ রিপোর্টারঃ
ফেনীর সোনাগাজী উপজেলার ২নং বগাদানা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে।
২৯ নভেম্বর উপজেলা রিটার্নিং কর্মকর্তা নুরুল আমিন যাচাই-বাছাই শেষে মোহাম্মদ ইব্রাহীম রুবেল ও আরেক পার্থী
আব্দুল হক চৌধুরীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে। ব্যক্তিগত কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের মাধ্যমে আব্দুল হক ২ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়। এতে ইব্রাহিম রুবেলের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম রুবেল।
দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নুরুল আমিন জানান, বগাদানার ৩নং ওয়ার্ডে দুইজন ইউপি সদস্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজন অফিসে উপস্থিত হয়ে তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়। এতে মোহাম্মদ ইব্রাহিম রুবেল নামের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে পথে।
Leave a Reply