শহিদুল ইসলাম, সোনাগাজী:-
ফেনীর সোনাগাজী উপজেলার মাওলানা পাড়ায় টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেলো ৩০ জন কিশোর।
(৮ অক্টোবর) শুক্রবার সন্ধায় মাওলানা পাড়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে মাওলানা পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা পাড়া যুব কল্যাণ পরিষদের সভাপতি জহিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং মাওলানা পাড়া যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী হাজী ওমর ফারুক।
সাইকেল বিতরণি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তারমুন্সী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম। চরলক্ষ্মীগন্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইলিয়াস। বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী নুরুল করিম ভূইয়া। চরলক্ষ্মীগন্জ নাইজেরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মিঞা। তাকিয়া বাজার ওসমানীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ এর এসপিও প্রধান মোহাম্মদ মজাহিদুল ইসলাম।বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নুর নবী বোখারী সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় যুব কল্যাণের পক্ষ থেকে ৩০ জন কিশোর কে পুরুষ্কতি করেন এবং ৫ জনকে সাইকেল ও মসজিদের ইমাম মুয়াজ্জিন কে সেরোয়ানী কাপড় সহ এলাকার গুনিজনকে সম্মাননা স্বারক প্রদান করেন।
Leave a Reply