নিজস্ব প্রতিবেদক।
আ স ম আবদুর রবসহ জেএসডি নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন।মুক্তিযুদ্ধের অন্যতম সিপাহসালার ৯ নং সেক্টরের কমান্ডার, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর এম এ জলিল এর ৩২ তম মৃত্যুবার্ষিকী আজ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার দুপুরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণে জেএসডি নেতা মোঃ সিরাজ মিয়া, তানিয়া রব, কামাল উদ্দিন পাটোয়ারী, এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন ( শ্রমিক জোট), এস এম শামসুল আলম নিক্সন, মোশারফ হোসেন (মহানগর), অধ্যাপক ইউসুফ সিরাজ খান মিন্টু, গোলাম মোস্তফা প্রমুখ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য,১৯৮৯ সালের ১৯ নভেম্বর মেজর এম এ জলিল মৃত্যুবরণ করেন।
Leave a Reply