মোঃ নাহিদ হাসান, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি।
চুয়াডাঙ্গাই মানবতার ডাকে সারা দিয়ে এক জাগ তরুন প্রজন্মের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি নামক সংগঠনটি।আসুন রক্ত দেই জীবন বাঁচাই! আপনার রক্তদানে বাঁচতে পারে একটি প্রাণ! জরুরী মূহুর্তে রক্তের প্রয়োজনে আমরা আছি আপনার পাসে! এই স্লোগানকে সামনে রেখে খুব অল্প সময়ের মধ্যে সংগঠনটির খুব সুনাম সুক্ষ্যাতি ছড়িয়ে পরছে নানা দিকে।রোগীরা এই সংগঠনের মাধ্যমে প্রয়োজনের মূহুর্তে রক্ত পাচ্ছে। আজ সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের একজন সদস্য মোঃ সোহেল রানা এক রক্তশূন্যতা বৃদ্ধ মায়ের মুখে হাসি ফোটাতে নিজের মূল্য বান রক্ত AB+ ডোনেট করলেন। তখন তার সাথে উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি মোঃ গোলাম মোর্তজা মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ হাসান সহ আরো সদস্যরা।
আজ সংগঠনের সদস্য মোঃ সোহেল রানা তার মূল্য বান রক্ত দান করছেন,আল্লাহ তাকে ভালো রাখুক এবং সংগঠনটি সারা বাংলাদেশ ব্যেপী চলে এবং সবাই এই সংগঠনের মাধ্যমে উপকৃত হোক সেই দোয়াই করি।
Leave a Reply