আলহাম রবিন
চিন্তাহীনরা আজ চিন্তায় মগ্ন,
ভাবনায় রয়েছে পৃথিবী।
ভাবনায় রয়েছে ভুমিকম্প,জলোচ্ছাস,
গ্রীন হাউজ ।
মহাশূন্যে পাথরের ঘর্ষণে ঘর্ষণে ভীতু হয়ে পড়েছে পৃথিবী।
আবাস খুঁজছে মঙ্গলে পালিয়ে বাঁচার জন্য ।
কিন্তু কী লাভ? হা হা হা
মুমূর্ষু ব্যক্তির মুখে অক্সিজেন লাগানো ,
ধুকে ধুকে বেঁচে আছে সে।
এইভাবে বাঁচার চেয়ে মৃত্যুই ভাল।
মৃত্যুই সত্য, যা জন্ম বাঁচার পূর্ণতা।
হে ঈশ্বর আমি বাঁচতে চাইনা, বাঁচবনা।
বাঁচিয়ে রাখ আমায় সৃষ্টির ভেতর ।
Leave a Reply