ইমরান হাসান বুলবুল,ত্রিশাল(ময়মনিসংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে নিত্য প্রয়োজনীয় সকল পন্য নিয়ে মানুষের দৈনন্দিন জীবকে আরো সহজ করতে স্বপ্ন সুপারসপের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকায় মফিজুল তরফদার মার্কেটে স্বপ্ন সুপার সপের শুভ উদ্বোধন করেন ত্রিশাল আউটলেটের কর্নধার আপেল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন তরফদার মার্কেটের মালিক মফিজুল ইসলাম তরফদার কালুসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
স্বপ্ন সুপারসপ ত্রিশাল আউটলেটের কর্নধার আপেল মাহমুদ বলেন, স্বপ্ন উন্নতমানের পণ্য সংগ্রহ করছে এবং আউটলেটের মাধ্যমে বিক্রয় করছে। স্বপ্ন ভোক্তাদের নিবিড় সার্ভিস প্রদানের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। ত্রিশাল আউটলেটে স্বপ্ন ক্রেতাদের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ করছে এবং কিছু পন্যের উপর বিশেষ অফার এর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পোশাক শ্রমিক ও স্থানীয় নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন রকম পণ্যের সমাহার ঘটানো হয়েছে।
Leave a Reply