এম মনিরুজ্জামান, পাবনা:
পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব এ কেএম বন্দে আলী মিঞার দাফন সম্পন্ন হয়েছে। তিনি শুক্রবার সকাল ১১ টা ২৫ মিনিটে পৌরসভার ৩ ওয়ার্ডের ভবানীপুর জিরো পয়েন্ট মোড়ে তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) শনিবার সকাল ১০ ঘটিকায় সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে তারাবাড়ীয়া গোরস্থানে দাফন করা হয়। মৃত কালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা নামাজে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আজিজুর হক আরজু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মোল্লা, জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার সহ বীরমুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ পরিচালনা করেন, সুজানগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ রফিকুল ইসলাম।
Leave a Reply