এম এ রশীদ, সিলেট থেকে ::
সিলেট পৌঁছেই মাজার জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
রোববার (২৪ অক্টোবর) সকাল ৮টায় তিনি সিলেটে এসে পৌঁছার পর হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন।
এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীমসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply