ইবান হোসেন সদর(সিলেট) প্রতিনিধিঃঃ
স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সিলেট জেলা আহ্বায়ক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, হুমায়ুন রশীদ চৌধুরী ছিলেন একজন বরেণ্য কুটনীতিবীদ ও রাজনীতিবীদ। মুক্তিযুদ্ধসহ দেশের উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন, জাতি তা চিরদিন স্মরণ রাখবে। তিনি সিলেটের উন্নয়নে যেমন অবদান রেখেছেন, তেমনি জাতিসংঘ সাধারন পরিষদের সভাপতি হিসাবে বহিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রেখেছেন যা জাতি চিরদিন স্মরণ রাখবে।
স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৪তম জন্মবাষিকী উপলক্ষে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় দরগাহ হযরত মাহজালাল (র:) মাজার প্রাঙ্গনে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন করেন।
পরে হজরত শাহজালাল (র.) মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সিলেট জেলা যুগ্ম আহ্বায়ক ফালাউদ্দিন আলী আহমদ, সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সদস্য কাজি মৃুস্তাফিজুর রহমান, ও মাহেদুর রহমান সাহেদ, সিরাজুল ইসরাম মিরাজ, ফাহিম আহমদ প্রমুখ।
উল্লেখ্য, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এত ভার্চুয়ালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অংশগ্রহণ করবেন।
Leave a Reply