সোনাই ডেক্স: সিলেটসহ দেশের কোথাও কোনো ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট নেই। সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ দেশে রয়েছে। খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিই এমন তথ্য জানিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। কিন্তু একটি অসাধু চক্র করোনাভাইরাসের অজুহাতে সিলেটের দু-একটি জায়গায় বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি করেছে। ব্যবসায়ীদের এই অসাধু চক্রটি পণ্য সংকটের অজুহাত দিয়ে ঢালাওভাবে মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে- এমন তথ্য আছে গোয়েন্দাদের কাছে।
এসব অসাধু ব্যবসায়ী চক্রকে রুখতে মাঠে নামছে সিলেট জেলা প্রশাসন। তাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কেউ অহেতুক পণ্যের দাম বাড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যারা পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াবেন, তাদেরকে বিপদেই পড়তে হবে- এমন আভাস মিলেছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানিতে কোনো প্রভাব পড়েনি। দেশে ২৫ থেকে ৩০ শতাংশ পণ্য বেশি রয়েছে। ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
জানা গেছে, চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ সব ধরনের পণ্য পর্যাপ্ত পরিমাণে থাকলেও সিলেটে একটি চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে এসব পণ্যের দাম বাড়াতে চাইছে। জেলা প্রশাসনের কাছেও এ বিষয়ে তথ্য আছে। ফলে জেলা প্রশাসন এদের বিরুদ্ধে মাঠে নামার সিদ্ধান্ত গ্রহণ করছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিন বলেন, ‘পণ্যের দাম বাড়ানোর বিষয়ে আমাদের কাছেও তথ্য আছে। কয়েক দিন আগে একটি চক্র মাস্কের দাম বাড়িয়ে দেয়। আমরা তাদের বিরুদ্ধে টানা অভিযান চালিয়েছি। এবার অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আমরা সচেষ্ট আছি।’
তিনি বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় আমরা বৈঠকে বসছি। বৈঠকে বাজার কর্মকর্তা, চেম্বারের প্রতিনিধিসহ সবাই থাকবেন। সবার পরামর্শ অনুসারে আমরা বাজার নিয়ন্ত্রণে মাঠে নামবো।’
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ব্যবসা-বাণিজ্য শাখা) হাছিবুর রহমান বলেন, ‘আমরা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছি, প্রয়োজন অনুসারে বাজারে অভিযানও চলে।’
Leave a Reply