১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ।২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।বৃহস্পতিবার

সিলেটে কথিত সাংবাদিক সুমনসহ ৯ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।

নিজস্ব প্রতিবেদকঃ

এম এ রশীদ সিলেট থেকেঃঃ

সিলেটে ৮ ভূয়া সাংবাদিক ও এক খদ্দে নারীসহ ৯ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

 

সিলেটের বহুল প্রচারিত দৈনিক সিলেট এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সদস্য ও বালাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) এর সদস্য মোঃ রায়হান হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের সাইবার টাইব্যুনালে এ মামলা করেন। মামলায় অননুমোদিত কয়েকটি অনলাইন পোর্টালের নাম উল্লেখ করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহঃ) থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

 

মামলার আসামীরা হলেন- গোয়াইনঘাট থানাধীন গুচ্ছগ্রাম এলাকার মৃত মুহিবুর রহমানের পুত্র কথিত সাংবাদিক জাকির হোসেন সুমন, শাহপরান (রহঃ) থানাধীন উত্তর বালুচর বাসা নং- ১১০ আল ইসলাহ এলাকার আওলাদ আলীর পুত্র কথিত সাংবাদিক মোহন আহমদ, শাহপরান (রহ.) থানাধীন আনন্দ ৮/এ খরাদিপাড়া এলাকার রফিকুল হাসান বাচ্চুর স্ত্রী সৈয়দা কবিরুন নেছা ও ৩১৮ , রংমহল টাওয়ার (৩য় তলা) বন্দর বাজারের অনিবন্ধীত ও অননুমোদিত কথিত অনলাইন পোর্টাল “সীমান্তের আহ্বান” এর সম্পাদক মন্ডলীর সভাপতি-আবুল হাসনাত, সম্পাদক- আব্দুল্লাহ সালমান, নির্বাহী সম্পাদক ও প্রকাশক- আবু তালহা তোফায়েল, সহকারী সম্পাদক- ইকরামুল হক জাবের ও হাফিজ এহসান উল্লাহ এবং ব্যবস্থাপনা সম্পাদক- আব্দুল্লাহ মাহফুজ।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১নং আসামী জাকির হোসেন সুমন ও ২নং আসামী মোহন আহমদ তারা ভুঁইফোড় সাংবাদিক ও অপরাধী চক্রের সদস্য। তাদের অপরাপর আসামীগন অনিবন্ধীত ও অনুমোদিত কথিত অনলাইন পোর্টাল “সীমান্তের আহ্বান” এর সাংবাদিক পরিচয় দিয়ে সিলেটে অপসাংবাদিকতাসহ নানারুপ অপরাধমূলক, বেআইনী ও সমাজবিরোধী কাযকলাপ করিয়া বেড়ায়।এর ধারাবাহিকতায় ১নং আসামী কথিত সাংবাদিক জাকির হোসেন সুমন ও ২নং আসামী কথিত সাংবাদিক মোহনের প্ররোচনায় তাদের শেখানো মতো ৩নং আসামী খদ্দে নারী সৈয়দা কবিরুন নেছা মিথ্যা ভিত্তিকর ও মানহানিকর ভিডিও বক্তব্য প্রদান করলে ১নং আসামী কথিত সাংবাদিক জাকির হোসেন সুমন ও ২নং আসামী কথিত সাংবাদিক মোহন সাংবাদকর্মী রায়হান হোসেনের বিরুদ্ধে ৩নং আসামী খদ্দে নারীর সেই মিথ্যা ভিত্তিকর ও মানহানিকর ভিডিওসহ নানা রকমের বানোয়াট তথ্য প্রকাশ করে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ছড়িয়ে দেয়। অন্যদিকে সংবাদকর্মী রায়হান হোসেনের অনুমতি ছাড়া তাহার ছবি ও নাম পদবি ব্যবহার করে অনিবন্ধীত ও অনুমোদিত কথিত অনলাইন পোর্টাল “সীমান্তের আহ্বান” এর দায়িত্বশীল আসামীগন ১নং আসামী কথিত সাংবাদিক জাকির হোসেন সুমনের নিকট হইতে বড় অংকের টাকার বিনিময়ে একটি বানোয়াট, বৃত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করে। যাতে সংক্ষুব্ধ হন সংবাদকর্মী রায়হান হোসেন।

 

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহম্মদ তাজউদ্দিন বলেন, আসামীরা পরস্পর যোগসাজসে মিথ্যা ভিত্তিহীন মানহানিকর তথ্য প্রকাশ ও ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ করেছে। মঙ্গলবার দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম-এর আদালতে আমরা মামলা ফাইল করি। আদালত মামলার শুনানী শেষে তদন্তের জন্য শাহপরান (রহঃ) থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে দশটায় শ্যামনগর উপজেলা সদরের নিকবর্তী গোপালপুর সড়কে কুলখালী নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত সাড়ে দশটায় নিজ বাইসাইকেল যোগে নিজ বাড়ী উপজেলার নুরনগর ইউপির নুরনগর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। এ সময় গোপালপুর মুক্তিযোদ্ধা সড়কে কুলখালী নামকস্থানে নির্মানাধীন বক্স কালভার্টের গর্তে সাইকেল সহ পড়ে যান। নির্মানাধীন বক্স কালভার্টের বাহিরে বের হওয়া লোহার রড তার মাথায় ছিদ্র হয়ে ঢুকে যেয়ে এক পাশ থেকে অপরপাশে বের হয়ে যায় পর স্থানীয়রা শ্যামনগর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিছুর রহমান মৃত বলে ঘোষণা করেন।

শ্যামনগর প্রেসকাবের সাবেক সভাপতি আকবর কবীর বলেন কিছুদিন পূর্বে এই বক্স কালভার্ট তৈরী করতে যেয়ে একই সড়কে মোমিন মল্লিক নামে এক শ্রমিক মারা যান। তিনি আরও বলেন  নির্মানাধীন বক্স কালভার্টের  ঠিকাদার হিসাবে কাজ করছেন এস এম আবুল বাসার।

নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসকাবের আহবায়ক শেখ আফজালুর রহমান সহ সকল সাংবাদিকবৃন্দ, সুন্দরবন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ছবি- নিহত নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামান।

রনজিৎ বর্মন
তাং-২৭.৭.২৪

নীলাকাশ টুডের সম্পাদক নুরুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহত।