এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃ
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোঘলাবাজার এলাকায় ৫ টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে র্যাব ৯ এর একটি টিমের সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়।
এসময় নকল ভেজাল ও মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রির অপরাধে সেন্ট্রাল ফার্মেসিকে ২০ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ ও ভেজাল বীজ বিক্রির অপরাধে কৃষি বন্ধু বীজঘর, কোয়ালিটি বীজঘর ও কৃষি বীজঘরকে ৫ হাজার টাকা করে এবং অন্নপূর্ণা বীজঘরকে ২ হাজার টাকা জরিমনা আরোপ ও আদায় করা হয়।
চলতি বীজের মৌসুমে কৃষকের জন্য যথাযথ বীজ নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান আমিরুল মাসুদ।
Leave a Reply