আলহাম রবিন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলার আইনশৃঙ্খলা শৃঙ্খলার মধ্যে রাখতে সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক তার মূল্যবান বক্তব্যে বলেন, প্রকৃতপক্ষে শান্তি চাইলে মহল্লা মহল্লা সংঘর্ষ ও হানাহানি বন্ধ করা প্রয়োজন। যার জন্য অপরিহার্য ভূমিকা পালন করতে পারেন রাজনৈতিক নেতা-কর্মী ও সংশ্লিষ্ট মহল্লার বিশেষ ব্যক্তিবর্গ। ছোটখাটো বিষয় নিয়ে বড় কোনো সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর এমনকি খুনের মতো ঘটনা ঘটতে দেখা গেছে। সমাজ থেকে মাদকের মতো ভয়াবহ বিষয় নির্মুল করতে প্রশাসনের সাথে সকল ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদসহ আরো অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply