ইমরান হোসাইন, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারব্যাপি তিব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিক থেকে শুরু হওয়া যানজট রবিবার (২৯ আগস্ট) ভোররাত থেকে তিব্র আকার ধারন করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল বাকি জানান, অসংখ্য খানাখন্দ, ঝুকিপূর্ন নলকা সেতু ও চারলেন নির্মান কাজ চলায় রাতে নিয়মিতভাবেই হাটিকুমরুল গোলচত্বর-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করে। শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে মহাসড়কের হানিফ হাইওয়ে হোটেল এলাকায় দুটি পণ্যবাহি ট্রাক ও নলকা সেতু এলাকায় একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়লে যানচলাচল বিঘ্নিত হয়। বিকল যানবাহনগুলো সড়িয়ে নিতে বিলম্ব হওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়।
রাতে মহাসড়কে যানবাহনে চাপ বাড়ার সাথে সাথে রবিবার (২৯ আগস্ট) ভোররাত থেকে যানজট তিব্র আকার ধারন করে হাটিকুমরুল গোলচত্বর-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে কড্ডা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারব্যাপি ছড়িয়ে পড়ে।
তিনি আরো জানান, যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কটিতে যানচলাচল স্বাভাবিক হবে।#
Leave a Reply