নিজস্ব প্রতিবেদক।
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার অক্সফ্যাম এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন রিকল ২০২১ প্রকল্প দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।তারই ধারা বাহিকতায় আন্তজাতিক প্রতিবন্ধি দিবস ২০২১ উৎযাপন করাই হয়। দিবস টির পতিপদ্দ বিষয় ছিল, কোভিডোতর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধি ব্যক্তির নেতৃত্ব ও অংশ গ্রহন।উক্ত দিবস টি স্থলও ঘোরজান ইউনিয়নের মাঝামাঝি জায়গা বোচারগাতি সরকারী প্রথমিক বিদ্যালয়ে সকাল ৯.০০টার সময় র্যালি আলোচনা সভা চিত্র অংকন এবং গণ নাটক অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রগন করেন বোচারগাতি সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম (উজ্জল),মানব মুক্তি সংস্থার সমৃদ্বি কর্মসূচীর সমন্বয়ক মোঃ আবুল মনসুর ফকির,ঘোরজান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন,সিবিও নেতা মোছাঃ শাহনাজ,মোছাঃ কোহিনুর। উক্ত দিবসটিতে স্থল ও ঘোরজান ইউনিয়নের ৯ টি সিবিওর সিবিও সদস্য এ্যালাইন্স সদস্য, ইয়ুথ সদস্য,প্রতিবন্ধি, গন্যমান্য ব্যক্তিসহ প্রায় ৫০০ জন উপস্থিত ছিল।
Leave a Reply