মোঃ মোজাম্মেল হোসাইন রামগড় প্রতিনিধি ।
গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি জোনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জোন সদরে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জোন কমান্ডার লে.কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহি অফিসার তুষার আহমেদ, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার রুম্পা ঘোষ, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সিন্ধুকছড়ি জোনের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন কর্মকান্ড প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের সামরিক -বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply