কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পূর্ণ সিনেমার কায়দায় প্রেমের ফাদে পা দিয়ে অপহরণ হয়েছিল পশ্চিম বাংলার মালদহের মানিকচক থানা এলাকায় চাচালের বাসিন্দা মহম্মদ জাহাঙ্গীর আলম ও মাবুদ মোত্তালিব। পরে মানিকচক থানার পুলিশ ফাদ পেতে অপহৃত ব্যাক্তিদের উদ্ধার করে চাচালের মালাহারে গ্রাম থেকে। অপহৃত ব্যাক্তিদের প্রেমের সম্পর্কে জড়িয়ে তাদের অপহরণ করে। পরে ওদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা চান। কিন্তু অপহৃত ব্যাক্তিদের পরিবারের তরফ থেকে মানিকচক থানাতে সব জানান। মালদহের মানিকচক থানার পুলিশ ওৎ পেতে অপহরণ কারিদের ধরে ফেলে এবং অপহৃত ব্যাক্তিদের উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় অপহরণ কারীদের।তাদেরকে মালদহ জেলা আদালতে তোলা হয়েছে।
Leave a Reply