মীরসরাই (চট্টগ্রাম) মোঃ হামিদুর রহমান তুষার।
মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন প্রজন্ম মীরসরাই এর উদ্যােগে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে মিরসরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব সেলাই মেশিন হস্তান্তর করা হয়।
সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, রুহি মোস্তফা, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মীরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন, রাশেদা আক্তার মুন্নি, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply