মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকা জেলার সাভার উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার ( ৪ ডিসেম্বর) রাতে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।
আওয়ামীলীগ মনোনিত প্রার্থীরা হলেন-ভাকুর্তা ইউনিয়নে লিয়াকত হোসেন, আমিনবাজার ইউনিয়নে রকিব আহম্মেদ, কাউন্দিয়া ইউনিয়নে মেসের আলী, তেঁতুলঝোড়া ইউনিয়নে ফখরুল আলম সমর, শিমুলিয়া ইউনিয়নে এবিএম আজাহারুল ইসলাম সুরুজ, ইয়ারপুর ইউনিয়নে সৈয়দ আহমেদ ভূঁইয়া, সাভার সদর ইউনিয়নে সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়নে সাইদুর রহমান সুজন, আশুলিয়া ইউনিয়নে মো: শাহাবুদ্দিন মাদবর, পাথালিয়া ইউনিয়নে পারভেজ দেওয়ান ও বনগাঁও ইউনিয়নে মো: সাইফুল ইসলাম।
এসব ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply