মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি।
সাভারে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো গ্রুপের নিজস্ব প্রতিষ্ঠান ইয়োলোর সৌজন্যে ২৬ ও ২৭ নভেম্বর শুক্র ও শনিবার সকাল থেকে দু’দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দেশ এবং দেশের বাহিরে থেকে উচ্চতর ডিগ্রী লাভ করে আসা ও দেশের খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন আর্টিস্টদের নিয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে রিদম ইন নেচার বা প্রকৃতির ছন্দ নামক একটি আর্ট ক্যাম্প-২০২১ এর মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য কে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।
এসময় প্রতিভাবান আর্টিস্টরা নিজ হাতে আঁকা রংতুলিতে বাংলাদেশের প্রকৃতিকে নতুন রূপ দিয়েছেন। এসব ছবি অতিথি হিসেবে পরিদর্শন করেন বেক্সিমকো গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার আলালাউদ্দিন মাহমুদ সমীর।
পরিদর্শনকালে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে আলালাউদ্দিন মাহমুদ এই আর্ট ক্যাম্পের উদ্দেশ্য তুলে ধরেন; তিনি বলেন, ব্যবসার পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিভাবান আর্টিস্টদের প্রমোট করা, তাদেরই আঁকা ছবিগুলো আমাদের প্রতিষ্ঠান ইয়োলো এর সৌজন্যে একটি ছবি প্রদর্শনের মাধ্যমে তা বিক্রয় করা এবং বিক্রয় কৃত অর্থের একটি অংশ ইয়োলো এবং আরেকটি অংশ আর্টিস্টদের মাঝে বেক্সিমকো গ্রুপের মাধ্যমে পুরস্কার হিসেবে বিতরণ করা হবে।
এসময় আর্টিস্টরা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বেক্সিমকো কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের প্রতিভাবান আর্টিস্টদের পাশে এভাবে সহযোগিতা করলে দেশের প্রতিভাবান আর্টিস্টরা দেশের ঐতিহ্য কে সারা জীবন ধরে রাখার মতো চমৎকার ছবীর উপহার দিতে পারবেন বলে আশা করেন।
এসময় আর্ট ক্যাম্পে প্রতিভাবান ও স্বনামধশান্তি আর্টিস্টদের মধ্যে সুমন ওয়াহিদ, শান্তিনিকেতনের মাহমুদা আক্তার লুৎফা, জান্নাতুল ফেরদৌস কেয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফখরুল ইসলাম মজুমদার শাকিল, ফ্রীলান্সের আর্টিস্ট আজমল হোসেন , ইশতিয়াক তালুকদার সানি, ধামরাই মেটাল ক্রাফটের আর্টিস্ট মানাসী বণিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুতন চন্দ্র রায়, ভিসুয়াল আর্টিস্ট মোহাম্মদ আনিসুল হক, ফ্রীলান্সের আর্টিস্ট মানিক বনিকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এই আর্ট ক্যাম্পে বেক্সিমকোর উচ্চপদস্থ কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই অনুষ্ঠানটি উপভোগ করেন।
Leave a Reply