নাজমুল হক সনি,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁর সাপাহারে ১ বিঘা জমিতে রোপিত ধানে ঘাস মারা বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী শরিফুল ইসলামের(১৭) এর বড় ভাই সাপাহার উপজেলার শিরন্টি তালকুড়া গ্রামের মৃত্যু তজী বক্স’র ছেলে শহিদুল ইসলাম (২৮) জানান, উপজেলার খঞ্জনপুর মৌজাস্থ এলাকার ১ নম্বর আরএস খতিয়ান ভুক্ত ১ বিঘা জমি দীর্ঘ দিন ধরে আমাদের ভোগ দখলে আছে। উক্ত জমির উপর বর্তমান মৌসুমের আমন ধান লাগানো হয় আর সেই রুপিত ধানে গত ৩১ আগস্ট দিবাগত রাত্রিকালীন সবার অজান্তে ঘাস মারা বিষ প্রয়োগ করে খেতে সব ধান পুড়ে ফেলেছে। যার কারণে আনুমানিক ২৫ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে । তিনি আরো জানান এবিষয়ে সাপাহার থানায় নিজে বাদী হয়ে পূর্ব শত্রুতার সন্দেহে তিনজনকে বিবাদী করে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
Leave a Reply