নাজমুল হক সনি,সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ-
”বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” একক নয়,মিশ্রচাষ মাছ পাবে বারোমাস – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ আগষ্ট),বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহে বিভিন্ন কার্যাবলি বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃরুজিনা পারভীন বলেন,জাতীয় মৎস্য সপ্তাহে স্থানীয় পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ,মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী,মাছ চাষ বিষয়ক সেবা প্রদানসহ বিভিন্ন কার্যাবলি হাতে নেয়া হয়েছে।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিষ কুমার, গনমাধ্যমকর্মী প্রমুখ।
Leave a Reply