নাজমুল হক সনি,স্টাফ রিপোটারঃ-
নওগাঁর সাপাহার উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় প্রার্থীর নৌকা প্রতীক চূড়ান্ত করেছেন, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
শুক্রবার দিবাগত রাত্রি ১১ টার দিকে ঢাকাস্থ আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড প্রার্থীদের নাম তালিকার মাধ্যমে প্রকাশ করে ঘোষণা করেছে।
সাপাহার উপজেলার ৬ টি ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ১ নং সাপাহার সদর ইউনিয়নে, ইউনিয়ন আ’লীগের সভাপতি মো: সাদেকুল ইসলাম, ২ নং গোয়ালা ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সভাপতি কামরুজ্জামান (জামান),৩ নং তিলনা ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মো: মুসলিম উদ্দিন, ৪ নং হাই হাই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান, ৫ নং পাতাড়ী ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিরন্টি ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন,কে মনোনীত করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে আ’লীগের মনোনীত উক্ত ৬ প্রার্থী নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ১২ ডিসেম্বর, আপিল দায়ের ১৩-১৫ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর, ভোটগ্রহণ ও ফলাফল ৫ জানুয়ারী ২০২২
Leave a Reply