লেখিকাঃ সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা
সাদা কালো বর্ণ বিবাদ—
এ বিবাদে কেউ হয়নি মহৎ।
এ বিবাদকারী এক ক্ষুদ্র মানব
সে দৈর্ঘ্য প্রস্থে যতই হোক বড়।
পৃথিবীতে সব ভালো কাজ করেনি সাদা
সব বিজয়ী পতাকার রংও নয় সাদা
আল-কোরআনের অক্ষরের রঙ কালো
নেলসন ম্যান্ডেলা বা মহৎপ্রাণ অনেক
গায়ের বর্ণ কালো।
পৃথিবী একাকার মিলে সাদা-কালো
তুমি আমি বৃথা করি দ্বন্দ্ব।
অন্তর দৃষ্টি খুলে দেখো—
ওখানে সবাই প্রথমে আমরা।
ধমনিতে লাল রক্ত কণিকা প্রবাহিত
সবাই সবাইকে গ্রহণ করি এবার
শুধু আকৃতিতে নয়
মনের মধ্যে জাগ্রত থাক মনুষ্যরূপ
পৃথিবী গোল—
আমরাও একত্রিত হই মানুষের মানবতায়
এক চন্দ্র সূর্য যদি সবাইকে—
আলোর কিরণ ও জোছনা দেয়।
তবে মানুষ কেন রঙের
বিভেদ ভুলে পারবে না উঠতে।
Leave a Reply