মোশারফ হোসেন,,মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের তেবারিয়া,ছাপড়াপাড়া রৌহা গ্রামের চল্লিশ হাজার হেক্টর পানি বন্দী জমির পানি নিষ্কাশনের দাবিতে মানব বন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দরগ্রাম- গোপালপুর সড়ক অবরোধ করে ইউনিয়নের তেবারিয়া, ছাপড়াপাড়া রৌহা গ্রামের কয়েকশত পানিবন্দী ও ভুক্তভুগি মানুষের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় দরগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে
মানববন্ধনে বক্তব্য রাখেন দরগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন, সাবেক মেম্বার মমরেজ উদ্দীন, আবুল বাশার, হাজী আব্দুল আজিজ, হাজী ফজলুল হক, জালাল উদ্দিন, কুরবান আলী, পরাণ বেপারী, মোঃ আব্দুল হক, মোঃ নয়া মিয়া
মোঃ আসিফ আনোয়ার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল গত তিন বছর যাবত এলাকার ৩ ফসলের ৪০ হেক্টর আবাদি জমি পানি বন্দী করে রেখেছে। তারা পানি বের হওয়ার প্রধান কালভাট, ব্রিজ ও খাল মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। এজন্য পানি বের হতে পারছে না। ফলে চাষের জমি জলাশয়ে পরিণত হয়েছে। বক্তরা আরো বলেন এই জমির পানি বের হবার জন্য এর আগে ৮০ লক্ষ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয় কিন্তু তা দিয়ে পানি বের হওয়ার কোন উপায় নেই।
পানির কারণে তিন বছর যাবত এলাকার কৃষকরা চাষাবাদ করতে পারছেন না। একবার জমিতে পানি ঢুকলে সে পানি আর বের হতে পারে না। এলাকা বাসীর দাবি স্থানীয় আবুল কালাম আজাদ,আমানউল্লাহ, রফিক ও জুড়ান আলী খাল ভরাট করে ৪০ হেক্টর চাষের এই জমিকে জলাশয় বানিয়ে রেখেছে।
এসময় তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান,উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি’র হস্তক্ষেপ কামনা করে পানিবন্দী জীবনদশা থেকে মুক্তির পথ কামনা করেন।
Leave a Reply