মোশারফ হোসেন (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাটুরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা চত্বরে এই মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত মহড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা কবির, প্রকৌশলী এম এফ তৈয়াবুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ মনির হোসেন, মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা, ত্রাণ দূর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহরিয়ার মাহমুদ রঞ্জুসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় মানিকগঞ্জের সিনিয়র স্টেশন কর্মকর্তা খানে আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কৌশল, হতাহতদের উদ্ধার ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে মহড়া দেন
Leave a Reply