মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি পরিতাক্ত বাড়ি থেকে সাইদুর রহমান সাইদ(৪৫) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু দেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (৩১ আগষ্ট )সকাল ১১টার দিকে একটি পরিতাক্ত তার মৃত্যুদেহ উদ্ধার করা হয়।
সাইদুর রহমান সাইদ সলঙ্গা থানার সাতটিকরি তালতলা মান্নান হোটেলের কর্মচারী ও রাজশাহীর বাঘমারার সাইপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার সকালে হাটিকুমরুল নবরত্মপাড়ার হাসান আমিনের পরিতাক্ত বাড়িতে সাইদের মৃত্যুদেহ পরে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা । পরে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে নেশা জাতীয়দ্রব সেবন করার পর সে মারা গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
Leave a Reply