স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে তৃতীয় লিঙ্গের অসহায় ২৬ ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান ও পূজামন্ডব পরিদর্শন করেছেন জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন। গত মঙ্গলবার(১২ অক্টোবর) বিকালে সরিষাবাড়ী থানায় উপজেলায় বসবাসরত ২৬ ব্যক্তিকে নিজ তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন বলেন, বৈশ্বিক চলমান করোনাকালে দীর্ঘদিন যাবৎ মানুষ ঘরবন্দী ছিলেন। সরকার নিম্নআয়ের মানুষদের সহায়তা দিচ্ছে। তারই ধারাবাহিকতায় সরিষাবাড়ী উপজেলাতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে নিজ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অপরদিকে সন্ধ্যায় পুলিশ সুপার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি বলেন, বারো মাসে তের পার্বণ কথাটি হিন্দু সম্প্রদায়ের জন্য প্রচলিত থাকলেও শারদীয়া বা দূর্গা পূজাই বেশি আনন্দ উৎসবের মাধ্যমে পালন করা হয়। এ দেশে ধর্মীয় সম্প্রীতি ফুটে উঠে দূর্গাপূজাতে। পূজা মন্ডপে কোনো অঘটন ঘটলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত রয়েছে। পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জামালপুর পুলিশ সদা প্রস্তুত।করোনাকালে স্বাস্থ্যবিধি নির্দেশনা যথাযথভাবে পালনসহ আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলার সহকারী পুলিশ সুপার জাকির হোসেন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক, ওসি তদন্ত আব্দুল মজিদ, পৌরসভার কাউন্সিল সাখাওয়াতুল আলম মুকুল,পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য রমেশ চন্দ্র সুত্র ধর, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্রী মন্টু লাল তেওয়ারী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র সাহা, কাঁলাচান পাল প্রমূখ।
Leave a Reply