স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:
চতুর্থ ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে উৎসব মুখর পরিবেশে মরটসাইকেল শোভাযাত্রা নিয়ে মহাদান ইউনিয়নের নৌকা প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আনিছুর রহমান জুয়েল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার (২৫নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রামের রাজার মোড় থেকে প্রায় ১৫’শতাধিক মোটরসাইকেল ও অটোবাইক শোভাযাত্রা নিয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। পরে পুনরাই ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনগ্রাম স্কুল মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা করে শোভাযাত্রাটি সমাপ্তি করেন।
এ সময় মননোয়পত্র দাখিলে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, ইনঞ্জিনিয়ার মাহমববুর রহমান হেলাল, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামীলীগের সদস্য লাল মিয়া মেম্বার, উপজেলা আওয়ামীলীগের সদস্য এমদাদুল হক, সাবেক ছাত্র নেতা উলিওল্লা ভুখারী, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক, ছাত্রলীগ নেতা সাখোয়াত হোসেনসহ শতশত নৌকা প্রিয় জনগন।
নৌকার মাঝি আনিছুর রহমান জুয়েল বলেন, কোন অপশক্তি নৌকার বিজয়কে ঠেকাতে পারবে না। ইতিমধ্যে আমাকে নিয়ে এবং আমাদের নৌকাকে নিয়ে অনেকেই কুটুক্তিমুলক মন্তব্য করছেন। আমি এসব অপশক্তির বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দল আমাকে নৌকা দিয়েছে, সেই নৌকাকে আগামী (২৬ ডিসেম্বর) নির্বাচনে জয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
Leave a Reply