স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে পাটবীজ, স্প্রেয়ার মেশিন, ডেউটিন ও টাকা চেক বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, দরিদ্র ৩০টি পরিবারের মাঝে ১বান্ডেল করে ডেউটিন ও ৩ হাজার চেক বিতরন করা হয়। এছাড়া উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ভিত্তি পাট, সার ও স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ড়াঃ মুরাদ হাসান এমপি ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, জেলা আ.লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, ভাইচ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারির পাট কর্মকর্তা রিফাত হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply