খাগড়াছড়ি প্রতিনিধি ।
খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম বলেছেন, মানুষের মেধা বিকাশে সাংস্কৃতি কর্মকাণ্ড অগ্রণী ভূমিকা পালন করে।সংস্কৃতি মানুষের সৌন্দর্যের অনুভূতির উন্মোচন ঘটায়।
৩১ আগষ্ট ( মঙ্গলবার)সকাল ১০টায় পানছড়ি শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এই সময় তিনি আরও বলেন একটি শিশু প্রাথমিক স্কুলের পাঠ শেষে মাধ্যমিক স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা যতই বড় পর্যায়ে যাক না কেন সাংস্কৃতিক কর্মকাণ্ড যদি শিশুর হৃদয়ে না থাকে বা এর চর্চা যদি না করে তাহলে সে কোন না কোন পর্যায়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পূর্ণ বিকাশ ঘটবে না।একমাত্র সাংস্কৃতিক কর্মকাণ্ডই শিশুর মেধার পুর্ণ বিকাশ ঘটাতে ভূমিকা রাখে।
পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মিঠুন সাহার সঞ্চালনায় এই সময় আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রথিতযশা লেখক ও শিক্ষক সবিতা চাকমা, বিশিষ্ট সংগীত শিক্ষক থোয়াইঅঙ্গ চৌধুরী, শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক জয়শ্রী চাকমা প্রমুখ ।
Leave a Reply