এস.এম.আরফান আলী:
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৯টি ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মনোনয়ন চুড়ান্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।
নৌকার মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন, মোহাম্মদ আব্দুল হালিম (শ্রীবরদী সদর), আসাদুল্লাহ (তাতিহাটি),মাসুদ রানা(রানিশিমুল),রেজাউল করিম(ভেলুয়া), নুর-হোসেন(কুড়িকাহনিয়া), সাইফুল ইসলাম সাগর (গড়জরিপা), শাহজামাল ইসলাম আশিক (গোসাইপুর), ফকরুজ্জামান(সিংগাবরুনা), জাহাঙ্গীর আলম(কাকিলাকুড়া)
Leave a Reply