রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সেবা প্রদান প্রতিশ্রুতি এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক, সাংবাদিক, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম.আবুজর গিফারীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রওশন আরা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল রায়েছ মিয়া, উপ-সচিব (প্রশাসন) শায়লা ইয়াসমিন, উপ-সচিব লুৎফুনাহার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, প্রধান শিক ড. আব্দুল মান্নান, প্রধান শিক কৃষ্ণানন্দ মুখার্জী প্রমুখ।
ছবি- শ্যামনগরে সেবা প্রদান প্রতিশ্রুতি এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ।
Leave a Reply