রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃঃ
মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়াল্ডভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের আয়োজনে যুবক্লাব ও যুব সাংবাদিকদের এক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১০টি যুব সংগঠনের সদস্যদের অংশগ্রহণে সভায় যুব ক্লাব সমূহের প্রয়োজনীয়তা, বাল্য বিবাহের কারণ ও ফলাফল, শিশু বিবাহ নিরোধ আইন, কোভিড স্বাস্থ্যবার্তা, দুনীতি প্রতিরোধ ও সুরক্ষানীতি সহ অন্যান্য বিষয়ে অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন।
ওয়াল্ডভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্প শ্যামনগরের সিনিয়র অপারেশন ম্যানেজার আশিষ কুমার হালদারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াল্ডভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্প শ্যামনগরের সোশ্যাল ইনক্লুশান স্পোলিষ্ট প্রনতি বেরোনিক কস্তা, যুব ক্লাব ও যুব সাংবাদিকবৃন্দ।
Leave a Reply