রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চিংড়ীতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে চল্লিশ হাজার টাকা জরিমানা ও আশি কেজি বাগদা চিংড়ী মাটিতে পুতে ফেলা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সুত্রে প্রকাশ, সোমবার দুপুরে উপজেলার বংশীপুর আল্লার দান মাছের ঘরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করার অপরাধে ৮০ কেজি বাগদা চিংড়ী কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মাটিতে পুতে ফেলা হয় এবং একই সাথে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহিদুল্ল্যাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড.জি এম শোকর আলী, শ্যামনগর থানা পুলিশ, মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
ছবি- শ্যামনগর ভ্রাম্যমান আদালতে চিংড়ী বিনষ্ট।
রনজিৎ বর্মন
তাং-২৭.৭.২১
Leave a Reply