রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃঃ
বুধবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউপির শংকরকাটি গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফসলের ফলন নির্ণয়ে নমুনা শস্য কর্তন অনুষ্ঠান মাঠ পর্যায়ে আয়োজন করা হয়।
কৃষক উজ্জ্বল হোসেনের জমিতে আউশ মৌসুমে রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত ব্রিধান-৮৫ জাতের প্রদর্শনীর শস্য কর্তন করা হয়। শস্য কর্তন শেষে হেক্টর প্রতি শুকনা ফলন পাওয়া যায় ৪.৫৬ মেঃটন।
শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ লতিফুল হাসান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সামছুর রহমান সহ কৃষক-কৃষাণীবৃন্দ।
ছবি- শ্যামনগর কাশিমাড়ী ফসলের ফলন নির্ণয়ে নমুনা শস্য কর্তন অনুষ্ঠান।
Leave a Reply