রনজিৎ বর্মন উপজেলা প্রতিনিধি শ্যামনগর(সাতক্ষীরা) ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সহ সার্বিক কার্যক্রম মনিটরিং এ আসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ের পরিচালক (যুগ্মসচিব ) ড.উত্তম কুমার দাশ।
তিনি শনিবার উপজেলার শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের অনুপস্থিত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য সম্বলিত রেজিস্টার, হোমভিজিট সহ অভিভাবকদের সাথে মোবাইলফোন যোগাযোগ, শিখন ঘাটতি পূরণে শ্রেণি শিক্ষক ও বিষয় শিক্ষকের তৎপরতা ,স্বাস্থ্য সুরক্ষা সহ অন্যান্য বিষয় দেখেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, শিক্ষা অফিসার অর্থ শাখার মোঃ জাহিদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আজহারুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলম, সোহাগ হোসেন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি প্রমুখ।
জানা যায় যুগ্মসচিব উত্তম কুমার দাশ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ, জেলাসদর সহ অন্যান্য উপজেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার মেন্টর হিসাবে। তিনি বিদ্যালয় পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
ছবি- শ্যামনগর শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ের পরিচালক (যুগ্মসচিব ) ড.উত্তম কুমার দাশ।
Leave a Reply