রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর
উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র থেকে নৌকা প্রতিক বরাদ্ধ
পাওয়ার পর নির্বাচনে উৎসবের আমেজ চলছে।
চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী শ্যামনগর
উপজেলায় ভোট গ্রহণ করা হবে ২৩ ডিসেম্বর’২১। রিটানিং অফিসারের নিকট
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর।
নির্বাচন কমিশন থেকে শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনী তফসিল
ঘোষণা করা হয়। ১২টি ইউনিয়নের মধ্যে বাঁকী ৩টি ইউনিয়ন পরবর্তীতে ঘোষণা হতে
পারে বলে অনেকে মনে করছেন। এ অবস্থায় কেন্দ্র থেকে ৯ ইউপির নৌকা প্রতিক
প্রাপ্তরা হলেন কাশিমাড়ী ইউপিতে মোঃ শমসের আলী ঢালী, নুরনগর- মোঃ বখতিয়ার
আহম্মেদ, কৈখালী- মোঃ রেজাউল করিম, রমজাননগর- মোঃ শাহনুর আলম,
মুন্সিগঞ্জ- অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী- ভবতোষ কুমার মন্ডল, আটুলিয়া-
গাজী কামরুল ইসলাম, পদ্মপুকুর- এস এম আতাউর রহমান ও গাবুরা- জি এম শফিউল
আযম লেনিন। নৌকা প্রতিক পাওয়ার পর ইউনিয়ন গুলিতে ভোটের উৎসবের আমেজ
বিরাজ করছে।
এ দিকে উপজেলায় প্রত্যহ মনোনয়ন ফরম জমাদানের জন্য বিভিন্ন পদের
প্রার্থীদের তৎপরতা দেখা যাচ্ছে। উপজেলায় রির্টানিং অফিসারের দায়িত্ব
পালন করছেন নুরনগর, মুন্সিগঞ্জ ও রমজাননগর ইউনিয়নের উপজেলা নির্বাচন
অফিসার, পদ্মপুকুর ও আটুলিয়া ইউপির দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি
অফিসার, গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউপির দায়িত্ব পালন করছেন সিনিয়র উপজেলা
মৎস্য অফিসার ও কাশিমাড়ী ও কৈখালী ইউপির দায়িত্ব পালন করছেন উপজেলা
পরিবার পরিকল্পনা অফিসার।
জানা যায় শ্যামনগর উপজেলায় ১২ ইউপিতে মোট ভোটার সংখ্যা ২৯১০১০ জন। এর
মধ্যে পুরুষ ভোটার ১৪৮৩৭২ জন ও নারী ভোটার ১৪২৭১৯ জন।
ছবি- শ্যামনগরে নৌকা প্রতিক প্রাপ্তরা।
Leave a Reply