রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্যামনগর জোনাল অফিসের উদ্যোগে গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নে দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিন ব্যাপী পদ্মপুকুর ইউনিয়ন ও গাবুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ট্রলার যোগে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি শ্যামনগর জোনাল অফিসের এজিএম মধুসুদন রায়। এ সময় শ্যামনগর জোনাল অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায় ২২০টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ছবি- শ্যামনগর পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করছেন এজিএম মধুসুদন।
Leave a Reply