রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৯ জুলাই) সকালে এনজিএফের আয়োজনে নওয়াবেঁকী নিজস্ব হল রুমে পিকেএসএফের শিক্ষাবৃত্তির আওতায় কুড়ি জন কলেজ শিক্ষার্থীর মধ্যে বার হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শিক্ষা বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন।
এনজিএফের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনজিএফের মাইক্রোফাইন্যান্স পরিচালক আলমগীর কবির, হেবঅব মনিটরিং মাহবুব আলম, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী হাসান ইকবাল রাসেল প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রোসপারিটি প্রকল্প সমন্বয়কারী আব্দুল হামিদ।
অনুষ্ঠানে কুড়ি জন কলেজ শিক্ষার্থীর মধ্যে মাথা পিছু বার হাজার টাকা করে মোট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বিতরণ করা হয়।
ছবি- শ্যামনগরে শিক্ষাবৃত্তি প্রদান করছেন প্রধান অতিথি এমপি এস এম আতাউল হক দোলন।
রনজিৎ বর্মন
তাং-২৯.৭.২৪
Leave a Reply