রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃঃ
বুধবার সকালে( ২৫ আগস্ট)
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) ও
কাপেং ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলার আদিবাসীদের ভূমি অধিকারের
সার্বিক পরিস্থিতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জ টাইগার পয়েন্ট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলন।
সামসের সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির
বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডালিম
কুমার ঘরামী, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক দিপংকর
কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার
পরিচালক কৃষ্ণপদ মুন্ডা।
আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
শ্রীফলকাটী গ্রামের সঞ্জলী রানী মুন্ডা, বাদঘাটার সত্যচরণ মুন্ডা,
দাতিনাখালীর ভক্তরাম মুন্ডা, তারানীপুরের উত্তম মুন্ডা , বুড়িগোয়ালিনীর
জয় মুন্ডা, উত্তরকদমতলার অসিত মুন্ডা, ধূমঘাট গ্রামের ফনিন্দ্র নাথ
মুন্ডা, কাশিপুরের বাহামনি মুন্ডা, ভেটখালীর তারাপদ মুন্ডা প্রমুখ।
আলোচনা সভায় আদিবাসীদের খাসজমি প্রাপ্যতা এবং তাদের ধর্মীয় প্রথা
অনুসারে মৃত ব্যক্তিকে কবরস্থ করা ও জেলা পর্যায়ে জেলা প্রশাসকের
উপস্থিতিতে গোলটেবিল বৈঠক করা সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সামস কর্মকর্তা সঞ্জয় মাঝি।
ছবি- শ্যামনগরে আদিবাসীদের ভূমি অধিকার শীর্ষক সভায় প্রধান অতিথির
বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন
Leave a Reply