কয়রা প্রতিনিধি:
বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কয়রা উপজেলা ছাত্রলীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু। শুক্রবার বিকাল ৫ টায় সুন্দরবন মাধ্যমিক
বালিকা বিদ্যালয়ের হলরুমে ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের সঞ্চালনায় সংসদ সদস্য ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গ কে যারা হত্যা করেছিল তারা ছিল প্রিয় নেতার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আজ যারা কয়রা উপজেলা আওয়ামীলীগকে সাধারণ মানুষের কাছে অপ্রিয় করে তুলেছেন তারাও সংগঠনের মধ্যে থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে অনেক উপদেশমূলক কথা বলেন এবং বাহিরে যেয়ে দলের বদনাম করেন। সেজন্য তিনি এ ধরনের নেতাদের থেকে দুরে থাকার জন্য সকল ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান। উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান, যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল- মামুন লাভলু৷ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মাসুদ রানা, বিএল কলেজ ছাত্রলীগ নেতা মোঃ আল আমিন ফরহাদ, উপজেলা ছাত্রলীগ নেতা রায়হান চঞ্চল, ইসমাইল হোসেন,
ফেরদাউস আহমেদ, জুবায়ের হোসেন, বিলাল আহম্মেদ বিল্লু, জিএম মোক্তারুল ইসলাম, মেহেদী হাসান রনি, আশিকুজ্জামান আশিক, আছাদুল ইসলাম সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভা শেষে ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকুর নেতৃত্বে শোক মিছিল টি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে এসে শেষ হয়।
Leave a Reply