কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
যতদিন যাচ্ছে ততই ভোটের দিন এগিয়ে আসছে। তাই কোন ফাক ফোকর এবং খামতি রাখছে না ভোট প্রচারে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল গভীর সুন্দর বন এলাকার গোসাবা বিধান সভার উপনির্বাচনে তৃনমূল দলের প্রার্থী শ্রী সুব্রত মন্ডলের সমর্থনে ছোট ছোট নদী ও নালা এবং বেড়ি ও দ্বীপ ও উপদ্বীপ কে লক্ষ্য করে ভোট প্রচার করতে দিনরাত এক করে বেরিয়ে পড়েন পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়্যারম্যান এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক জনাব শওকাত মোল্লা। এই গোসাবা বিধান সভার সাবেক প্রায়ত বিধায়ক শ্রী জয়ন্ত লস্করের অকাল মৃত্যুর কারণে এখানে উপনির্বাচন হতে চলেছে। এই কেন্দ্র একসময় আর এস পি র শক্তিশালী ঘাটি ছিল। কিন্তু, ২০১১,সালের, পর থেকে তৃনমূল দলের থাবা বসতে থাকে শক্ত করে। তার পর এই কেন্দ্র থেকে তৃনমূল দলের সাবেক প্রায়ত বিধায়ক শ্রী জয়ন্ত লস্করের অকাল মৃত্যু হওয়ার কারণে এখানে উপনির্বাচন হতে চলেছে। এই কেন্দ্র তৃনমূল দলের প্রার্থী শ্রী সুব্রত মন্ডল ছাড়া বিজেপি ও আর এস পি দলের প্রার্থী দিয়েছেন। এই অঞ্চলের কয়েক লক্ষ মানুষ বাস করে কয়েকটি দ্বীপের মধ্যে। তাই এখানে গাড়ি বলতে নৌকা ও লঞ্চ ও ভেসেল। কিছু কিছু যায়গায় মোটরসাইকেল নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দলের নেতা ও কর্মীরা। তবে এখানে উপনির্বাচনে তৃনমূল দলের প্রার্থী শ্রী সুব্রত মন্ডল জেতার সম্ভাবনা বেশি। তার প্রচার ও মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে গিয়ে জনসংযোগ করা শেষ বেলায় এসে গিয়েছে। তাকে জেতাতে ক্যানিং পশ্চিমের বিধায়ক তৃনমূল দলের পশ্চিম বাংলার সাধারণ সম্পাদক ও গোসাবা বিধান সভার ক্যাপ্টেন তৃনমূল দলের হয়ে মাঠে নেমেছেন। তাই তার ব্যক্তিগত ইমেজ ও মুসলিম সম্প্রদায়ের ভোট বেশি ভাগ তৃনমূল দলের পক্ষে যেতে চলেছে এটি বলার অপেক্ষা রাখে না।।
Leave a Reply