খাগড়াছড়ি প্রতিনিধি ।
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার ছোট মেরুং এলাকার জনগন ভাবতেই পারছেন না জনবহুল এ এলাকার সাথে রাঙ্গামাটির বাঘাইছড়ি (মারিশ্যা) উপজেলার যোগাযোগ স্থাপনে মাইনী নদীর উপর দিয়ে পার্বত্য চট্টগ্রাম অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় (RIDP CHT-2) এর আওতায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সেতু ও সেতুর দুপারে ৫০ মিটার সড়ক নির্মাণ কাজ শেষের পথে। এলাকাবাসী মুখিয়ে আছেন ব্রিজ পার হয়ে সড়কে কখন বাঘাইছড়ি (মারিশ্যা) যাবেন। শেষ হয় না তাদের অপেক্ষার প্রহর। কবে, কখন সেই শুভক্ষণ ধরা দেবে এমন স্বপ্নেই বিভোর এ জনপদের হাজার হাজার মানুষ। মুখিয়ে আছেন সবাই, কবে সেতু পেরিয়ে মুহূর্তেই পৌঁছবেন বাঘাইছড়ি (মারিশ্যা)।
বর্তমানে দীঘিনালা উপজেলা সদর থেকে ১০ নং পুলিশ ক্যাম্প হয়ে বাঘাইছড়ি’র (মারিশ্যা) দুরত্ব প্রায় ৪০ কিলোমিটার সড়ক। যেতে সময় লেগে যায় প্রায় দুই ঘণ্টা। তবে ছোট মেরুং এলাকায় মাইনী নদীর উপর নির্মিত এ সেতুটির কাজ শেষ হলে দীঘিনালা সদর থেকে ছোট মেরুং হয়ে বাঘাইছড়ির (মারিশ্যা)দুরত্ব হবে প্রায় ২০ কিলোমিটার। পাশাপাশি সময়ও বেচে যাবে অনেক৷
জানা যায়, পার্বত্য চট্টগ্রাম অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় (RIDP CHT-2) প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে অনুমোদিত প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ছোট মেরুং বাজার সংলগ্ন মাইনী নদীর উপর সেতু ও সেতুর দুপারে ৫০ মিটার সংযোগ সড়কের নির্মাণকাজ ২০২০ সাল থেকে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স। করোনা সংক্রমণ পরিস্থিতিতে কিছুটা পিছিয়ে গেলেও দ্রুত নির্মাণকাজ শেষ করার আশ্বাস দিচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রাজু আহমেদ জানান, আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই আশাকরি সেতু ও সেতুর উভয় পার্শে ২৫ মিটার করে ৫০ মিটার সড়কের নির্মাণকাজ শেষ হবে৷ এ কাজটি শেষ হলেই মেরুং-বাঘাইছড়ি(মারিশ্যা) সড়ক নির্মাণকাজ শুরু হবে।
মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন বলেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় ছোট মেরুং বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
এ বিষয়ে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম জানান, দীঘিনালায় অকল্পনীয় উন্নয়ন দৃশ্যমান। ছোটমেরুং এলাকার পাশাপাশি হাচিনসনপুরেও সেতু নির্মাণ কাজ শেষ পর্যায়ে। বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে দীঘিনালা একটি মডেল উপজেলায় রূপান্তরিত হচ্ছে।
Leave a Reply