মোঃ নাহিদ হাসান দামুড়হুদা উপজেলা প্রতিনিধিঃ
সরকারী নির্দেশে সম্মানিত বিভাগীয় কমিশনার স্যার, মান্যবর জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আজ কোভিড-১৯ এর টীকাদান কর্মসূচি শুরু হয় সকাল ৯ ঘটিকায়। পৌরসভা, মদনা, কুড়ুলগাছি, জুড়ানপুর, কার্পাসডাঙ্গার বিভিন্ন কেন্দ্র সরেজমিনে যৌথভাবে পরিদর্শন করি। পরিদর্শনকালে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহোদয়, ইউএইচএফপিও মহোদয়। প্রতিটি কেন্দ্রে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি অর্থাৎ মেয়র মহোদয় এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্হিত ছিলেন। তাদের নিবিড় তত্ত্বাবধানে সমস্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসার, তদারকি কর্মকর্তা, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন। সর্বোপরি, স্বাস্হ্যবিভাগের সকল সদস্যগণ অক্লান্ত পরিশ্রম করে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছেন। সকলের প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
Leave a Reply