ইমরান রানা ।
পশ্চাৎদের সমস্ত মনস্তাপ ও ক্লেশ ভুলে নতুনত্বে আসো ফিরে।
জীবনের সব হর্ষ বর্ধন করো সময়ের সহিত।
জীবনের কিছু ভুল কিছু স্মৃতি মুছে ফেলো প্রতিদিন ।
জীবনের সব রং গায়ে মাখো হাসো খেলো রৌদ্ররে
কিছু স্বপ্ন নিয়ে ছুটে চলো এপাশে ওপাশে ।
কিছু ভালোবাসা রেখে দাও মেঘের খামে।
একটি গোলাপ হাতে ছুটে যাও মেঘ ভেঙে , রৌদ্র ছুঁয়ে, গোধূলি মেখে।
কিছু শব্দ হয়ে গান শোনাও বাতাসের স্রোতে ।
সন্ধ্যার ফুল হয়ে ফুটে যাও উঠনে ।
হেলেঞ্চা হয়ে ভেসে থেকো নদী বিলে ।
কিছু কবিতা লিখে গল্প শুনিয়ে যাও মেঘে ভেসে।
মেঘ হয়ে ঝড়ে যাও ফুলে ফুলে।
সব ফুল ভিজিয়ে দাও মেঘ হয়ে।
কিছু স্বপ্ন বাসনা পূর্ণ হোক জীবনের পথে ।
কিছু আনন্দ নিয়ে হেঁটে চলো জীবনের পথে ।
কিছু পথ মুছে যাক আনন্দ ছুঁয়ে।
কিছু পথ বিস্তৃত হোক দুঃখ মুছে।
উৎসর্গ – প্রিয় শ্যামলতা
Leave a Reply