নয়ন ঘোষ ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ১টি বিদেশী পিস্তল,১টি ওয়ান শুটারগান ,২টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী নাদিম আলী(২১) নামে এক যুবকে আটক করেছে। শনিবার(২৮ আগষ্ট) বিকেল ৫টার দিকে ধোবড়া বাজার এলাকায় একটি আমগাছের নীচে অভিযান চালানো হয়। নাদিম ভোলাহাট উপজেলার তিলকি এলাকার খাইরুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২ আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে আটক।
এ ঘটনায়, শিবগঞ্জ থানায়, অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীণ।
Leave a Reply