মোঃ রিফাত পাটোয়ারী…।.
বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখার উদ্যোগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (এমপি) মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ (১১ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় জামালপুর জেলার সভাপতি মো: জাফর আলী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক এস এম এ হান্নান দেওয়ানীর নেতৃত্বে জেলা পরিষদ কার্যালয় জামালপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি সাদ্দাম হোসেন, আব্দুল হাই, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারন সম্পাদক জুহুরুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আরিফুল ইসলাম ,আব্দুল কাদের ,মাফুজুর রহমান রোমান, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম , মাজেদুল ইসলাম , সুলতান মাহমুদ , আনছার আলি , জিল্লুর রহমান , রেজাউল করিম, তারেক হোসেন , জাহিদুর রহমান, ওয়াজেদ, আবু বক্কর সিদ্দিক ,কামরুল ইসলাম, রফিকুল ইসলাম , উসমান গনি , আব্দুল্লাহ সরকার , জরিপ উদ্দিন , শাহীন আলম , মোছাঃ রাশিদাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ তাদের ৫ দফা দাবী আদায় করার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। তাদের দাবী সমূহ হলো:
১। ৩য় শ্রেণির কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণি কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।
২। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা / অফিস সুপার প্রদান করতে হবে এবং পেশাগত উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে।
৩। শিক্ষা মন্ত্রনালয়ের প্রণিত চাকুরী বিধিমালা-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থ্যা করতে হবে।
৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
৫। সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।
পরে শিক্ষামন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, আমি শিক্ষা মন্ত্রনালয়ের উপরের মহলের সাথে আলোচনা করে আপনাদের নায্য দাবীগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করবো।
Leave a Reply